সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করার ঘটনা নিয়ে রওশন এরশাদের অশুভ চিন্তার ফসল বলে উল্লেখ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ম্যাডাম অসুস্থ, উনি এখন পরনির্ভরশীল। উনি হুইল চেয়ারে বেড়াচ্ছেন। যার নাম সর্বস্ব নেতা, তারা ওনাকে দিয়ে খেলার চেষ্টা করছেন।
দলের সাম্প্রতিক ইস্যু নিয়ে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোস্তফা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ বারবার যে সিদ্ধান্ত নিয়েছেন, রওশন এরশাদ তার সঙ্গে বিবাদ করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে যাবেন না, রওশন এরশাদ নির্বাচনে গিয়ে নির্বাচনটাকে বৈধতা দিলেন। বিকলাঙ্গ হয়েই জন্ম নিয়েছে জাতীয় পার্টি। জন্ম থেকেই জাতীয় পার্টি বিকলাঙ্গ। দলের মধ্যে ইউনিটি না থাকলে এর প্রভাব পড়ে।
রওশন এরশাদকে উদ্দেশ্য করে দলের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, পেছন থেকে কেউ যদি কলকাঠি নাড়ে। আপনাকে যদি প্ররোচনা দেয়। সেই প্ররোচনা শুনে আপনি যদি কাজ করেন। তাহলে তার রেজাল্টটা ভালো হবে না। আমি মনে করি, এটা একটা অশুভ চিন্তার ফসল। ওটা চিন্তা প্রত্যাহার করুন। যতটুকু সম্মান নিয়ে আছেন। এই সম্মান নিয়ে যেন মরতে পারেন। গণধিকৃত হয়ে যেন মরা না লাগে সেই চিন্তা-ভাবনাই করেন।
দালালি বেশিদিন চলে না উল্লেখ করে তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টিকে যারা নিশ্চিহ্ন করতে চায়, তাদেরই একটা কর্মকৌশল এটা। আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
রসিক মেয়র বলেন, কেউ ঘোষণা দিয়ে চেয়ারম্যান হলে তা আইনে টিকবে না। সারাদেশের মতো রংপুর বিভাগেও রওশন এরশাদের কোনো অস্তিত্ব নেই। কেন্দ্র বলেন আর রংপুর বিভাগ বলেন সবখানের নেতাকর্মীরাই জি এম কাদেরের নেতৃত্বে অবিচল আছেন।
তিনি বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে জাতীয়-আন্তর্জাতিক অনেক বিষয় আছে, সেগুলো পর্যবেক্ষণ করে আগামী সেপ্টেম্বরে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা-সম্পর্কিত তার সই করা এক বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
আরএ