সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লালমনিরহাটে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বানু বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। বানু বেগম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগরে ছেংছেংগা পানি গ্রামে একরামুল ইসলামের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমরার রাত ৮টায় দিকে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বানু বেগম আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, অসাবধানতাবসত বিদ্যুৎতের লাইন দিতে গিয়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে তার দাফন করা হবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জেবি