দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র নার্স সাজমিন জাহানকে (৩৮) কুপিয়েছে এক দুর্বৃত্ত।
মঙ্গলবার (২২ আগস্ট) ভোর ৬টার দিকে ঝালকাঠি মা ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী। তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সিনিয়র নার্স সাজমিন জাহান।
অভিযোগ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর হাসপাতালের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন নার্স সাজমিন জাহান। প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালের ক্যাম্পাসে হাঁটতে বের হন। এসময় গামছা দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তি একা পেয়ে তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে চাকু বের করে তাকে ভয়ভীতি দেখান এবং টানাহেঁচড়া করেন। তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করলে ওই ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন।
এসময় দৌড়ে হাসপাতালের মধ্যে চলে যান নার্স। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তার বুকে তিনটি এবং হাতে দুটি সেলাই লেগেছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি