দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় যশোরে মাদরাসা শিক্ষক আব্দুল মালেকের (৫৫) দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেক সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আব্দুল মালেককে ঢাকায় পাঠানো হয়েছে।
আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, শুক্রবার এশার নামাজের পর আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেক ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭ থেকে ৮ জন। তারা দীর্ঘদিন ধরে আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আমাদের প্লটে বসে মাদক সেবন এবং স্থানীয়দের বিরক্ত করত। এ জন্য আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করেছে।
স্থানীয়রা জানায়, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেকের কাছে প্রায়ই চাঁদা দাবি করত একটি সন্ত্রাসী চক্র। চাঁদা না দেওয়ার কারণে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় এ হামলা হতে পারে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, তার দুই পায়ে একাধিকবার কোপানো হয়েছে। দুই পায়ের হাঁটুর নিচের অংশ সামান্য জোড়া লেগে আছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, আব্দুল মালেক নামে একজনের দু’পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
কে