সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় সুমন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সুমন সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার মৃত নুর ইসলামের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের টিকিট জব্দ করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করেন। সোমবার তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
জেবি