সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের আলফাডাঙ্গায় আগ্নেয়াস্ত্র হাতে ফেসবুকে ছবি পোস্ট করে সাতটি গুলি করার হুমকি দিয়েছেন এক তরুণ।
ওই তরুণের নাম মো. মিটু মোল্যা। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের জাফর মোল্যার ছেলে। জয়দেবপুর বাজারে তিনি ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দুই মাস আগে দুবাই গিয়েছেন।
সোমবার (২১ আগস্ট) মিটু মোল্যার ফেসবুক আইডি থেকে অস্ত্র হাতে ছবিটি পোস্ট করা হয়। পরে পোস্টটি মুছে ফেলেন।
ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ ছবি দিয়ে মিটু মোল্যা লিখেছেন, ‘জয়দেবপুর বাজার কারো বাপের না। শুধু সময়ের অপেক্ষা। তরে আমি সাতটা গুলি করুম।’
মিটু মোল্যার বাবা জাফর মোল্যা বলেন, আমার মেঝ ছেলে মিন্টু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে জয়দেবপুর বাজারে ডেকোরেটরের ব্যবসা করছিল। দুই মাস হলো দুবাই গিয়েছে। বছর পাঁচেক আগে আমার ছেলে ফরিদপুরে তিন মাসের আনসারের প্রশিক্ষণ নিয়েছিল। অস্ত্র হাতে ছবিটি সে সময়ের তোলা হতে পারে। ছেলের সঙ্গে কথা বলে পরে জানাতে পারব।
এ বিষয়ে মিটু মোল্যার বড় ভাই রাজু মোল্যা বলেন, রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য একটা ছোট্ট ইস্যুকে বড় করা হচ্ছে।
ওসি মো. আবু তাহের বলেন, তদন্ত সাপেক্ষে পোস্টদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেবি