সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ইন্টার্নশিপ বহাল, কর্মসংস্থান নিশ্চিত করা ও নতুন নিয়োগ শুরু করাসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন করে নোয়াখালীতে বিক্ষোভ করেছে ম্যাটস এর শিক্ষার্থীরা। নোয়াখালী জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। পরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সামনের সড়ক অবরোধ করেও বিক্ষোভ করা হয়। গত ১৭ আগস্ট থেকে ক্লাস বর্জন ও সোমবার (২১ আগস্ট) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে। পরে অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, ৩ বছর ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। হঠাৎ করে কেন্দ্র থেকে এ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়। যা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও জানান, কোনো নিয়োগ না থাকায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ম্যাটস এর শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারেনি। তারা নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাদেরকে উচ্চশিক্ষার সুযোগও দাবি জানান তারা। তাদের এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এইউ