সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যশোরের শার্শা উপজেলার একটি মসজিদে দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় আশরাফুল ইসলাম আশা নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ আগস্ট) যাদবপুর গ্রামের কামারবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওই ইমাম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদের ইমাম।
এ ঘটনায় ইমাম বলেন, গত শুক্রবার জুমার নামাজের দিন গিলাপোল জামে মসজিদে নামাজ শেষে দোয়া করছিলাম। শেখ মুজিবুর রহমান ও মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য আমি দোয়া করি। ওই দিন বিকেলেই আমাকে কিছু মাস্কপরা যুবক পথের মাঝে বাধা দিয়ে হুমকি দেয়।
পরে বুধবার মাগরিবের নামাজ পড়ানোর জন্য নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাকে মুখোশধারী ৭-৮ জন যুবক বাধা দেয়। এলোপাতাড়ি চাকু ও বেল্ড দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আমাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরএ