সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ার নন্দীগ্রামে রেজা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বগুড়াসহ বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২১ আগস্ট) নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় মামলা হলে রেজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি সিরাজগঞ্জ সদরের ফুকসাগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে রেজা পাঁচ মাস পূর্বে কলেজপাড়ার এক তরুণীকে বিয়ে করেন। পরবর্তীতে বিভিন্ন সময় শ্বশুরবাড়িতে বেড়াতে এলে তার কথাবার্তায় সন্দেহ হয় স্থানীয়দের। এরপর থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ৪টি বিয়ে করেছেন। এবার পঞ্চম বিয়েতে ধরা খেলেন। এ ঘটনায় প্রতারিত তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন।
জেডএ