সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলের কালিয়ায় জন্ম নিবন্ধনের জাল সনদ তৈরি করে দশম শ্রেণির ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করায় দুই চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন এ রায় দেন।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবার নাম আজানুর শেখ তিনি লিবিয়া প্রবাসী। বাল্যবিয়ে দেওয়ার চেষ্টায় সাজাপ্রাপ্তরা হলেন মিজানুর শেখ (৪২) ও হাফিজুর শেখ (৩৭)। বিয়ে বন্ধ করে রান্না করা খাবার পাশের একটি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়।
কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন জানান, জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে কিশোরী মিমকে (১৫) বিয়ে দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে বিকেলে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। ওই কিশোরীর বাবা লিবিয়া প্রবাসী হওয়ায় এ বিয়েতে সহযোগিতা ও অভিভাবক ছিল মিমের দুই চাচা। তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাল জন্মসনদ কিভাবে তৈরি করা হয়েছে সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এইউ