সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে টিসিবি ডিলারের মাধ্যমে শেরপুর জেলায় ন্যায্যমূল্যে চালসহ পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম চলছে।
শেরপুর শহরসহ পাঁচটি উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবি’র পক্ষ থেকে ন্যায্যমূল্যে চাল, সয়াবিন তেল ও মুশুরের ডাল বিক্রি করা হচ্ছে। জনপ্রতি ৫ কেজি করে চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মুশুরের ডাল বিক্রি করা হচ্ছে। ন্যায্যমূল্যে প্রতি কেজি চালের দাম ৩০ টাকা, প্রতি কেজি মুশুরের ডাল ৬০ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
এলাকা ভিত্তিক বিভিন্ন স্থানে কার্ডধারী পরিবারের নারী ও পুরুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে এসব পণ্যের প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে কিনছেন।
শেরপুর শহরের শেখহাটি কাঁচা বাজারে টিসিবির পণ্য বিক্রি করার সময় গিয়ে দেখা যায় বিভিন্ন পরিবারের নারী ও পুরুষরা লাইনে দাঁড়িয়ে হাসিমুখে টিসিবির পণ্য কিনছেন। এ সময় অনেক উপকারভোগী বলেন, আমরা ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী কিনতে পেরে খুবই খুশি। চিনি বিক্রি করলে আরও ভাল হতো বলেও তারা দাবি করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই আগস্ট মাসে জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৬৯ জনের মধ্যে এই পণ্য বিক্রি করা হচ্ছে। তার মধ্যে শেরপুর সদর উপজেলায় ৩৮ হাজার ৯০৪ জন, নকলা উপজেলায় ১০ হাজার ৫৬৯ জন, নালিতাবাড়ী উপজেলায় ২০ হাজার ৫৯৮ জন, শ্রীবরদী উপজেলায় ১৪ হাজার ৪৭৫ জন, ঝিনাইগাতী উপজেলায় ৯ হাজার ৩১ জন এবং শেরপুর পৌরসভায় ৬ হাজার ৬৮১ জন, নকলা পৌরসভায় ৩ হাজার ৭৯১ জন, নালিতাবাড়ী পৌরসভায় ৩ হাজার ১৪ জন ও শ্রীবরদী পৌরসভায় ৩ হাজার ৬ জনের মধ্যে ন্যায্যমূল্যে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। আগামী বুধবার (২৩ আগস্ট) পর্যন্ত এসব টিসিবি পণ্য বিক্রি চলবে।
এইউ