দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ট্রাকের ধাক্কায় ওহি সুলতানা (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (২১ আগস্ট ২০২৩) দুপুরে সাতক্ষীরা-ভোমরা স্থল বন্দর সড়কের মাহমুদপুর বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওহি মাহমুদপুর গ্রামের মিতুল সরদারের মেয়ে। সে সাতক্ষীরা সদর উপজেলা মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
প্রত্যাক্ষদর্শী মাহমুদপুর কামরুল গাজী জানান, ওহি সুলতানা স্কুল ছুটির পর তার মায়ের সাথে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় মাহমুদপুর বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ভোমরা অভিমুখী একটি মালবাহী ট্রাক ভ্যানটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওহির মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মহিদুল ইসলাম জানান তিনি ঘটনা শুনেছেন। শোনার সাথে সাথে সেখানে পুলিশ পাঠান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘাতক ট্রাক সহ তার ড্রাইভারকে জনতা আটক করেছে। আটককৃত ট্রাকের নাম্বার ঢাকা ট-১১-৭৪৭৫। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
এফএইচ