সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নলতায় অবস্থিত মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধন শেষ করে প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে চারদফা দাবিতে ক্যাম্পাসে সমাবেশ করা হয়। সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোনায়েম গাজী নাইম।
তিনি বলেন, শিক্ষার্থীদের চারদফা দাবি আদায়ে গত বুধবার থেকে আন্দোলনে আছে ছাত্রছাত্রীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তারপরও সরকার সাধারণ শিক্ষার্থীদের নায্য দাবির প্রতি কর্ণপাত করছে না।
এসময় শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখেন, তানভীর হোসেন, মোস্তাফিজুর রহমান, ফারজানা তুলি, শাহরিয়া সুলতানা।
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করে শিক্ষক সুমিত কুমার গাইন বলেন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এই শিক্ষার্থীদের কোন স্বতন্ত্র বোর্ড নেই, অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড চালু করতে হবে। এই শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের নৈতিক দায়িত্ব। এজন্য বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদান করতে হবে।
এফএইচ