সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে এক ইউপি চেয়ারম্যানের ছেলের প্যান্টের পকেট থেকে গাঁজা জব্দ করেছে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকের নাম দিগন্ত তালুকদার।
রোববার (২০ আগস্ট) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সোমবার (২১ আগস্ট) সকালে দিগন্ত তালুকদারের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দিগন্ত তালুকদার উপজেলার শশিকর গ্রামের দুলাল তালুকদারের ছেলে। তার বাবা দুলাল তালুকদার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয়ার জানান, রোববার দুপুরে ডাসারের শশিকর চৌমাথা এলাকায় তল্লাশি চৌকি বসায় ডাসার থানা পুলিশের একটি দল। এ সময় মোটরসাইকেলে আসা দিগন্ত তালুকদারকেও তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটের ভেতর থেকে দুই পুরিয়া (৫ গ্রাম) গাঁজা জব্দ করে পুলিশ। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
রাতে তার বিরুদ্ধে ডাসার থানার এসআই সাহাবুদ্দিন খান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। পরে সোমবার সকালে দিগন্তকে আদালতে পাঠায় পুলিশ।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, আটক দিগন্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এফএইচ