সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীতে নিজের গায়ে আগুন দিয়েছেন রনি মিয়া (৩৫) নামে ব্যক্তি। পরে তাকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাড্ডায় জিএম বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রনির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগরে।
রনির স্ত্রী সোনিয়া আক্তার জানান, তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তারা জিএম বাড়ি পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রনি পেশায় রিকশাচালক। পাশাপাশি গার্মেন্টসেও কাজ করেন।
তবে রনি নিয়মিত রিকশা চালান না। তিনি জুয়ায় আসক্ত। এ কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন রনি। সোমবার রাতে বাসায় ফিরে হঠাৎ নিজের গায়ে আগুন দেন রনি।
পরে রনির চিৎকারে ঘর থেকে বের হয়ে সোনিয়া আগুন নেভান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রনির শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা।
এইউ