সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) সকালে মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. নুরুল ইসলাম (৭০)। তিনি মাতুয়াইলের ওয়াজ কুরুনী আদর্শ নগর এলাকার বাসিন্দা।
জানা যায়, সকালে মাতুয়াইল ওভার ব্রিজের নিচে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নুর ইসলাম আহত হন। প্রথমে তাকে মাতুয়াইল মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
এফএইচ