সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছে বলে অনুমান নির্ভর খবর প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে ডিএসসিসির পক্ষ থেকে দাবি করেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িতে আজ কেউ হতাহত হয়নি বলে জানানো হয়।
শনিবার (৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ডিএসসিসির বর্জ্যবাহী কোনো গাড়িতে শনিবার (৫ আগস্ট) ভোরে কেউ নিহত বা আহত হয়নি। গাড়ি চাপায় কেউ মারা গেলেই তা যাচাই-বাছাই না করে করপোরেশনের ওপর দায় চাপানো দায়িত্বশীল আচরণ হতে পারে না।
তিনি আরও বলেন, কেউ কোনো গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই তার শরীরের ওপর দিয়ে চালিয়ে যাওয়া গাড়ি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ি হবে- এটি ব্যক্তি বিশেষের ধারণাগত সিদ্ধান্ত হতে পারে। তবুও করপোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলো অনেক ভারী হয় এবং সেসব গাড়ি দ্রতগামী নয় বলে ব্যক্তি বিশেষের সেই ধারণা সঠিক নয়।
আবু নাছের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বস্তুনিষ্ঠ, বাস্তব ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারকে স্বাগত জানায়। তাই কোনো ধরনের অনুমান নির্ভর, কল্পিত ও বাস্তবতা বিবর্জিত সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনৈক নারীর মৃত্যুতে শোক প্রকাশ করছে।
উল্লেখ্য, শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হন।
আরএ