সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরে ডুবে মো. সিয়াম (১১) ও সাথিনুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিয়ামের চাচাতো ভাই মুনসুর মিয়া জানান, সিয়ামের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। সিয়াম আনসারুল্লাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সকালে মাদ্রাসা থেকে বাসায় এসে এলাকার অন্যান্য শিশুদের নিয়ে কোনাপাড়া বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধাণতাবশত সে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা এসে আমাদের সংবাদ দেই। এরপর আমরা দ্রুত তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সাথিনুর নামে আরও এক শিশু মারা গেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, কোনাপাড়ায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আরএ