সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পরিবহনে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বিকাশ পরিবহনের মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বিকাশ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব হোসেন বলেন, গত ৫ আগস্ট দেশ আর একবার স্বাধীন হয়েছে। দেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে। কিন্তু আমাদের পরিবহন সেক্টরে এখনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদার মুক্ত হয়নি। সন্ত্রাসীরা প্রতিনিয়ত পরিবহন সেক্টর থেকে চাঁদা দাবি করছে, চাঁদা তুলছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেশে সকল নৈরাজ্য-দুর্নীতিবাজ, বৈষম্যতা দূর করার জন্য। তাই সরকারের কাছে আবেদন যত দ্রুত সম্ভব হয় পরিবহন সেক্টরে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব বন্ধের ব্যবস্থা করেন।
বক্তারা বলেন, এই সন্ত্রাস চাঁদাবাজিদের প্রতিহত করতে না পারলে পরিবহন সেক্টর ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়াবে। তাই এই অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানাব পরিবহন সেক্টরে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্তির ব্যবস্থা করুন।
মানববন্ধন শেষের দিকে বিকাশ পরিবহনের পরিচালক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে মানববন্ধনকারীরা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এসময় আরও বক্তব্য রাখেন বিকাশ পরিবহন লিমিটেড-এর পরিচালক মোজাম্মেল হোসেন, জাকির হোসেন, গণধিকার পরিষদের রুবেল ও বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ ।
এফএইচ