সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর শাহজাহানপুর গুলবাগ আনসার চেকপোস্টের সামনে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাত (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সিফাত এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন।
সোমবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর গ্রামে। আমার ছেলে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজকেই তার জন্মদিন ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাতের মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
কে