সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর জুরাইন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে জুরাইন মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা এলাকার বড়ভাই মো. ইমরান ও বন্ধু শরীফ জানান, ইসমাইল পড়াশোনার পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে চাকরি করত। রাতে টাকা নিয়ে বাসায় ফেরার পথে জুরাইনে ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে পিঠে ও বুকে আঘাত করে তার কাছে থাকা ১৫/১৬ হাজার টাকা নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরএ