সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন–দুদক।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুদকের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে এই মামলা করা হয়েছে।
এর আগে গাজীপুর জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম ও তার স্ত্রীর নামে থাকা সম্পদের হিসাব চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি নোটিশ পাঠায় দুদক। ওই নোটিশের জবাবও দেন তিনি। পরে আবার নোটিশের কার্যক্রম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন অহিদুল। শুনানি শেষে গত ১১ সেপ্টেম্বর নোটিশের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক। তাতে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে দুদককে ওই সময়ের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়। চেম্বার আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
জেবি