সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশজুড়ে চলমান দাবদাহের কারণে ১২ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে তিন জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রির ঘর। শনিবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, এদিন দেশের ১২ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে এদিন তীব্র তাপ অনুভূত হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি, আর ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ১ ডিগ্রি আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগ, খুলনা বিভাগের অবশিষ্ট জেলা এবং পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ।
অর্থাৎ এসব জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। বরিশাল বিভাগ, ময়মনসিংহ জেলা, মৌলভীবাজার, ফেনী, চাঁদপুর, কক্সবাজার, রাঙ্গামাটি এবং রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবাহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।
এদিকে দাবদাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেটে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।
ডিপি/