সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীতে গত বুধবার সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ু ও লঘুচাপের মিলিত প্রভাবে এই বৃষ্টিপাত শুক্রবারও অব্যাহত আছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজধানীর অনেক জায়গায় পানি জমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ৭২ ঘণ্টায় ঢাকায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাতের হিসাব রেকর্ড করা হয়েছে।
ঢাকার বাইরেও টানা বর্ষণ চলছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। এটি দেশের ইতিহাসে অক্টোবরে মাসে রেকর্ড হওয়া বৃষ্টির দিক থেকে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৭১ সালের ২ অক্টোবর ময়মনসিংহে বৃষ্টি হয়েছিল ৩৮১ মিলিমিটার।
এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, নিকলী, নেত্রকোনা, কুমারখালিতে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামীকাল শনিবার থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি থাকবে। বৃষ্টিপাত কমলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে না।
এইউ