দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের দেওয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৫ উইকেট হারালেও জেমস নিশাম ও মিচেল স্যান্টনারের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কিউইরা।
তবে কিউইদের জয়ে বাগড়া দিলো বৃষ্টি। জয় থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে দলীয় ৯৫ রানের মাথায় ঝুম বৃষ্টি নামায় বন্ধ হয়েছে খেলা। এখন পর্যন্ত কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৯৫ রান।
মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই বোলারদের তোপে পড়ে টাইগার ব্যটাররা। প্রথম ওভারেই টিম সাউদি ফেরান সৌম্য সরকারকে (৪)।
নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে ১৫ বলে ৪টি চারে ১৭ রান। যা ইনিংসের সর্বোচ্চ রান। এছাড়া ১৬ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাটে। ১৪ রান করেন আফিফ হোসেন। শেষ দিকে রিশাদ হোসেন করেন ১০ রান। ব্যটারদের ব্যর্থতায় ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রান করে বাংলাদেশ
জবাবে ব্যাট করতে নামলে শেখ মেহেদীর করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্টাম্পিং হন টিম সেইফার্ট (১)। চতুর্থ ওভারে ড্যারিল মিচেলকেও (১) ফেরান মেহেদী।
গ্লেন ফিলিপস ১ রান করে বোল্ড হন শরিফুলের বলে। ওপেনার ফিন অ্যালেন একপাশ আগলে রাখলেও শেষ পর্যন্ত শরিফুলের বলে বোল্ড হন ৩১ বলে ৩৮ রান করে। দলীয় ৪৯ রানের মাথায় রান আউট হন মার্ক চ্যাপম্যান (১)। তাতে বাংলাদেশের জয়ের দারুণ সম্ভাবনা জাগে। তবে জেমস নিশাম ও (২৮) ও মিচেল স্যান্টনারের (১৮) জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কিউইরা।
এমআর/