সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারী বিশ্বকাপের ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দেশটির নারী ফুটবলের ইতিহাসে এবারই প্রথম শিরোপা জিতলো স্প্যানিশরা।
ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। প্রথমে গোল হজম করা ইংল্যান্ড ম্যাচ সমতায় আনতে একের পর এক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। স্পেনের রক্ষণ দেয়ালের দৃঢ়তা হতাশ করে ইংলিশদের।
এমন কী পেনাল্টি থেকেও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ইংল্যান্ড, তবে সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধে দেওয়া গোলে ইতিহাস গড়ে ফেলে স্প্যানিশরা।
রোববার সিডনিতে ম্যাচের ২৯ মিনিটের মাথায় অলগা কারামোনার গোলে এগিয়ে যায় স্পেন। অলগার করা সেই গোল আর শোধ করতে পারেনি।
তুলনামূলক ভাবে আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল স্প্যানিশরা। এর আগে কখনও শেষ ষোলো টপকাতে না পারা স্পেন এবার সব কিছু ছাড়িয়ে পৌঁছে যায় ফাইনালে।
এর মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় দল জিতেছে বিশ্বকাপ জিতেছে।
এমআর/