সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চোটের কারণে এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার এগে ইস্তফা দেন ওয়ানডে নেতৃত্বেরও। এশিয়া কাপের পরেই নিউজিল্যান্ড সিরিজ, এরপর বিশ্বকাপ। তাই তো তামিমকে দলে ফিরতে হবে দ্রুত।
লন্ডনে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে এক সপ্তাহের মতো বিশ্রামে থাকার পর ফিজিওর তত্ত্বাবধানে জিম ও ফিটনেসের কাজ শুরু করেন তামিম। এরপর আজ রোববার (২০ আগস্ট) ব্যাট হাতে ফিরেছেন নেটে।
এদিন দুপুরে মিরপুরের একাডেমি মাঠে প্রায় ১৫ মিনিটের মতো ব্যাটিং করেন তিনি। এসময় তামিমের দিকে কড়া নজর রাখতে দেখা গেছে বিসিবি’র দুই ফিজিও কিরন থমস ও বায়েজিদ ইসলামকে।
নেটে তামিম ব্যাটিং করলেও সেটি ছিল একেবারেই হালকা মেজাজে। শুরুতে থ্রোয়াররা ধীর গতির বল ছুড়লে রক্ষণাত্নক ভঙ্গীতে ব্যাট চালান। পরে আস্তে আস্তে বাড়ানো হয় বলের গতি। ব্যাটিং শেষে কিরন থমসের সঙ্গে একাডেমি মাঠ ছেড়ে যান মুল মাঠের দিক।
টাইগারদের সাবেক অধিনায়কের দলে ফেরা নিয়ে গত শনিবার নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সে অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয়, সময়ের আগেই ফিরে আসবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, নিউজিল্যান্ড সিরিজেই হয়তো ওকে আমরা পাবো। কারণ, বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফর্ম্যান্স আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে নিজেকে সময় দিচ্ছেন আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসবে।’
এমআর/