সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে নাকি আছে মাত্র দেড় মাস বাকি। টুর্নামেন্ট শুরুর আগে আয়োজকরা শেষ করছে একে একে সবগুলো কাজ। তারই ধারাবাহিকতায় শনিবার উন্মোচিত হলো ২০২৩ বিশ্বকাপের মাসকট।
ক্রিকেটে লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য এবার নারী ও পুরুষ উভয় মাসকট তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। হরিয়ানার গুরুগ্রামে উন্মোচন করা হয় মাসকট দুটি। মাসকট উন্মোচনের সময় উপস্থিত ছিলেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারতের পুরুষ ও নারী দলের অধিনায়ক যশ ধুল ও শেফালি ভার্মা।
এখনও মাসকটের নাম ঠিক করা হয়নি তবে আইসিসি উদ্যোগ নিয়েছে নাম ঠিক করার দায়িত্ব নেবে সমর্থকেরা। অনলাইনে সমর্থকদের পাঠানো নামের মধ্য থেকেই নির্বাচিত হবে বিশ্বকাপ মাসকটের নাম। নাম পাঠানোর ডেডলাইন ধরে দেওয়া হয়েছে চলতি মাসের ২৭ আগস্ট পর্যন্ত। তবে চূড়ান্ত নাম ঠিক করার এগে আইসিসি 'ক্রিকটোভার্সি' নামের একটিও কাল্পনিক নাম দিয়েছে।
ক্রিকটোভার্সি মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে মাসকট ডুয়ো প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ঐক্য ও আবেগের আলোকবর্তিকা হিসেবে মাসকট তৈরি করা হয়েছে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বর সঙ্গে, আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।’
এমআর/