সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ শুরুর ক্ষণ গুনছে গোটা বিশ্ব। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসতে যাছে ওয়ানডে ক্রিকেটের বিশ্ব আসর। তার আগে সাবেক-বর্তমান ক্রিকেটাররা মন্তব্য করছেন কোন দেশের হবে বিশ্বকাপ। অনেকে স্বাগতিক ভারতকে এগিয়ে রাখলেও পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব বলছেন, ভারতকে বিশ্বকাপ জেতানোর মতো ক্রিকেটার নেই দলে।
শুধু তাই নয়, শোয়েব খোঁচা দিয়েছেন রোহিত শর্মাকেও। ভারতের দলনেতাকে নিয়ে শোয়েব বলেছেন, ‘আমি যদি ভুল না করি, রোহিত শর্মার নেতৃত্বে ভারতের কখনোই বিশ্বকাপ জেতা সম্ভব না। দলে বিরাট কোহলির মতো ক্লাসিকাল ব্যাটার থাকলেও নেতৃত্বের কারনে সেটিও বিফলে যাবে।’
শোয়েব আখতার আরও বলেন, ‘ভারত অবশ্যই শক্তিশালী দল কিন্তু তাদের দলে এমন কেউ নাই যে বিশ্বকাপ জিরতে। কারণ বিশ্বকাপ জেতার জন্য একটা এক্স ফ্যাক্টর দরকার হয়। সেটি ভারতের নেই।’
২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। বিরাট থেকে রোহিত, নেতৃত্ব বদলালেও ট্রফি জেতা হয়নি বলে মনে করিয়ে দেন শোয়েব।
তবে শোয়েব আকতার আশা করেন আহমেদাবাদের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারতই হবে আর সেদিন পাকিস্তান প্রতিশোধ নেবে ২০১১ বিশ্বকাপে হারের। যে হার ডাগ আউটে বসে দেখেছিলেন শোয়েব আকতার।
এমআর/