সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পেনাল্টি শুটআউটে কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। প্রথমবার উয়েফা সুপার কাপের লড়াইয়েও সেভিয়ার বিপক্ষে একই রকম পরীক্ষার মুখোমুখি হয়েছে ম্যানসিটি।
তবে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা এবার আর খেই হারায়নি। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে পেনাল্টি শুটআউটে সেভিয়াকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ট্রেবলের সঙ্গে যোগ করেছে উয়েফা সুপার কাপের শিরোপাও।
গ্রিসের এথেন্সে বুধবার রাতে নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে। এই ম্যাচের মধ্য দিয়ে কোচ হিসেবে চারবার সুপার কাপে অংশ নিয়ে প্রতিবারই শিরোপার স্বাদ পেলেন গুয়ার্দিওলা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে এবং ২০১৩ সালে ট্রফি জিতেন বায়ার্ন মিউনিখের হয়ে।
ম্যাচের শুরু থেকে লড়াই জমিয়ে তোলে দুই দল। প্রথমে সাফল্য পায় সেভিয়া। ২৫ মিনিটের মাথায় বাঁ দিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনার দারুণ ক্রসে হেডে গোলটি করেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি।
গোল হজম করে আরও আগ্রাসী হয়ে ওঠে ম্যানসিটি। প্রথমার্ধে সমতা না আনতে পারলেও দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে রদ্রির ক্রসে হেডে বল জালে পাঠান পালমার।
ম্যাচ সমতায় ফেরার পর দুই দলের সব চেষ্টা ব্যর্থ হয় গোল ব্যবধান বাড়াতে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের।
পেনাল্টি শুটআউটে সিটির পাঁচ শটে গোল করেন আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেস, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার।
সেভিয়ার প্রথম চার শটে লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গনসালো মনতিয়েল জালের দেখা পেলেও নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লেগে চলে যায় বাইরে, তাতেই উল্লাসে ফেটে পড়ে সিটি।
চ্যাম্পিয়নস লিগ জয়ী ও ইউরোপা লিগ জয়ী দুই দলের মধ্যে হয় এই শিরোপা লড়াই। এমন লড়াইয়ে ম্যানচেস্টার সিটি খেলতে নামে প্রথমবার।
এমআর/