সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেষ পর্যন্ত অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে গত বছরের জুলাইতে আচমকা অবসর ঘোষণা করেন ওয়ানডে ক্রিকেট থেকে। নিজের ওপর চাপ কমাতেই টেস্ট আর টি-টোয়েন্টি খেলার কথা জানান তিনি। তবে গত বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর থেকে এই ফরম্যাটেও নেই তিনি।
আবারও আসছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও দলনেতা জশ বাটলার ওয়ানডেতে ফিরতে অনুরোধ করেন স্টোকসকে। সেই অনুরোধ রেখেছেন এই অল-রাউন্ডার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরতে যাচ্ছেন বেন স্টোকস। ১৫ সদস্যের ওয়ানডে দলেও রয়েছেন স্টোকস।
স্টোকসের ফেরা নিয়ে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক লুক রাইট বলেছেন, ''বেন স্টোকসের প্রত্যাবর্তন দলের ম্যাচ জেতার ক্ষমতা বাড়িয়ে দেবে, সঙ্গে তার নেতৃত্বগুণ তো রয়েছেই। আমি নিশ্চিত যে প্রত্যেক ভক্ত তাকে আবার ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে ফিরতে দেখে আনন্দ পাবে।''
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ড ওডিআই স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গজ অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
টি-টোয়েন্টি সিরিজের সূচি |
ওয়ান-ডে সিরিজের সূচি |
১ম টি-টোয়েন্টি: চেস্টার-লে-স্ট্রিট - ৩০ আগস্ট |
১ম ওডিআই: কার্ডিফ – ৮ সেপ্টেম্বর |
২য় টি-টোয়েন্টি: ম্যানচেস্টার - ১ সেপ্টেম্বর |
২য় ওডিআই: সাউদাম্পটন – ১০ সেপ্টেম্বর |
৩য় টি-টোয়েন্টি: বার্মিংহাম - ৩ সেপ্টেম্বর |
৩য় ওডিআই: লন্ডন - ১৩ সেপ্টেম্বর |
৪র্থ টি-টোয়েন্টি: নটিংহাম - ৫ সেপ্টেম্বর |
৪র্থ ওডিআই: লন্ডন - ১৫ সেপ্টেম্বর |
এমআর/