সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাছাই পর্বের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে নেপাল। এই আসরে খেলতে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট এসোসিয়েশন। টুর্নামেন্টে নেপালকে নেতৃত্ব দেবেন রোহিত পাওডেল।
গ্রুপ পর্বে নেপালের প্রতিপক্ষ এশিয়ান দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। দলে রাখা হয়েছে ধর্ষণের দায়ে অভিযুক্ত হওয়া সন্দ্বীপ লামিচানে।
আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ মুলতানে খেলবে নেপাল। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে দলটি। এই সময় পিসিবির নির্ধারিত দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলবে লামিচানরা।
এশিয়া কাপে নেপাল স্কোয়াড: রোহিত পাওডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভার্তেল ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দীপ লামিচান, কারান এলসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সউদ ও শ্যাম ধাকাল।
এমআর/