সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পুরনো জায়গায় নতুন করে ফেরা সাকিব আল হাসানের। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর ফের ক্রিকেটে ফিরলেও ওয়ানডের নেতৃত্ব পাননি সাকিব। তবে তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নেতৃত্ব এখন সাকিবের।
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করার পর আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি তিনি। শ্রীলঙ্কায় এলপিএল খেলতে ব্যস্ত থাকা সাকিবের দল গল টাইটান্স মুখোমুখি হয়েছে জাফনা কিংসের।
এদিন ম্যাচের ইনিংস বিরতিতে উপস্থাপক সাকিবকে জিজ্ঞেস করেন অধিনায়কত্বের ইস্যু নিয়ে। এসময় সাকিব বলেন, ‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়, দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ। গত চার বছরে আমরা অনেক ভালো দল হয়ে উঠেছি।’
বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সেরা দল নিয়ে যাবে বাংলাদেশ। বেশ লম্বা সময় ধরেই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে দল নিয়ে। সাকিবেরও প্রত্যাশা দারুণ কিছু করার সুযোগ আছে এই বিশ্বকাপে।
‘এটা আমাদের জন্য দারুণ সুযোগ এই বিশ্বকাপে ভালো করার। আমরা খুব ভালো দল, সাদা বলের ফরম্যাটে আমরা দারুণ খেলছি। সবাইকে দেখানো উচিত আমরা কতটা ভালো দল।’
প্রথমবার এলপিএল খেলতে গিয়ে বল হাতে বেশ দারুণ পারফরম্যান্স করছেন সাকিব, তবে ব্যাট হাতে খুব একটা ভালো করছেন না তিনি। তবে সাকিবের প্রত্যাশা বাকি ম্যাচগুলোতে ব্যাট হাতেও ভালো কিছু করার।
‘আমার বোলিংটা বেশ ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে এখনও বড় রান পাইনি। তাছাড়া তেমন সুযোগও মেলেনি। যখন সুযোগ পাব আশা করি বড় ইনিংস উপহার দিতে পারব।’
এমআর/