সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ রোববার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রস্তুতি। এর মাঝে টাইগাররা পাবেন তিন দিনের বিশ্রাম। এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে চার দিন ক্রিকেটারদের অনুশীলন কাভার করতে পারবে না সংবাদমাধ্যম।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩, ১৪, ১৬ ও ১৭ আগস্ট বাংলাদেশ দলের অনুশীলন দেখতে কোনও সংবাদমাধ্যম মাঠে প্রবেশ করতে পারবে না। উল্লেখিত তারিখগুলোতে অনুশীলনের ছবি ও ফুটেজ নিতে ফটো সাংবাদিক ও ক্যামেরাপারসনদের অনুশীলনের আগে ১৫ মিনিটের জন্য অনুমতি থাকবে।
টাইগারদের হেড কোচ চণ্ডিকা হাথুরু সিংহেকে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবার কাজ করার সময়ও অনুশীলনে গোপনীয়তা রাখতে দেখা গেছে। এবারও তেমন কিছুই করছেন চণ্ডিকা।
গোপনীয়তার চাদরে ঢাকা এই চার দিন চলবে খেলোয়াড়দের স্কিল ও ফিটনেস ক্যাম্প। বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার ও লাউঞ্জ। এই সময়টাতে মূলত নির্দিষ্ট কিছু নিয়ে অনুশীলন করবে ক্রিকেটাররা। দলের ভালো প্রস্তুতির স্বার্থে সংবাদমাধ্যমকে নিয়ম মানার অনুরোধ করেছে বিসিবি।
হাইব্রিড মডেলে আগামী ৩০ আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল যাবে ২৬ আগস্ট। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ লাহোরে আফগানিস্তানের বিপক্ষে।
শনিবার ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর বাইরেও তিন জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
স্ট্যান্ড-বাই: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।
এমআর/