সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখের জার্সিতে অভিষেক হলো হ্যারি কেইনের। কিন্তু এলিয়েঞ্জ এরেনায় প্রথম ট্রফি জয়ের সুযোগটা হাতছাড়া হয়ে গেলো ইংলিশ ফরোয়ার্ডের।
শনিবার (১২ আগস্ট) রাতে বায়ার্নকে ৩-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে লাইপজিগ। হ্যাটট্রিক করে তাদের নায়ক স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
দর্শকদের উষ্ণ অভ্যর্থনায় তুমুল করতালির মাঝে ম্যাচের ৬৩ মিনিটে বদলি হিসেবে নামেন হ্যারি কেইন, দল তখন ২-০ ব্যবধানে পিছিয়ে। সেখান থেকে চমক দেখানোর মতো কিছু করতে পারেননি ইংলিশ অধিনায়ক।
অথচ ম্যাচে বল দখল বা শট-সবকিছুতে এগিয়ে ছিল বায়ার্নই। কিন্তু তৃতীয় মিনিটেই তারা গোল হজম করে বসে। লাইপজিগকে এগিয়ে নেন ওলমো। বিরতির আগে ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৬৪ তম মিনিটে বদলি নামেন কেইন। এর চার মিনিট পরই সফল স্পট-কিকে হ্যাটট্রিক পূরণ করেন ওলমো। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া বায়ার্ন আর লড়াইয়ে ফিরতে পারেনি।
জেবি