সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে জাতীয় দলে আসতে অন্য কয়েকজন সতীর্থের ছেয়ে সময়টা একটু বেশিই লাগল তানজিদ হাসান তামিমের। এক তামিমের পড়ন্ত বেলায় অনেক প্রত্যাশা নিয়ে উঁকি দিচ্ছেন আরেক তামিম।
চোটের কারণে এশিয়া কাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তার জায়গায় প্রথমবার জাতীয় দলে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে।
গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেন তানজিদ। গ্রুপ পর্ব আর সেমি-ফাইনাল মিলে মোট চারটি ম্যাচের তিনটিতেই খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস (৫১, ৬৮, ৯, ৫১)।
যুব এশিয়া কাপে ব্যাট হাতে ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছেন শনিবার ঘোষিত হওয়া বড়দের এশিয়া কাপে। তামিম ইকবাল না থাকায় ওপেনিং পজিশনে লিটন দাসের সঙ্গী কে হবেন এ নিয়ে ছিল দুশ্চিন্তা।
সেই দুশ্চিন্তা কিছুটা হলেও লাগব হবে নির্বাচকদের। তানজিদকে দলে নিয়ে দারুণ আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
তরুণ এই ওপেনারকে নিয়ে নান্নু বলেছেন, ‘তানজিদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। শেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে। আমরা আশাবাদী দেশের জন্য ভালো কিছু দিতে অপেক্ষা করছে।’
দলে থাকলেও তামিমকে লড়াই করতে হবে ৪টি ওয়ানডে খেলা নাঈম শেখের সঙ্গে। তবে যুব এশিয়া কাপে নাঈম খেলেন যথাক্রমে ২২, ৪৭*, ১৮ ও ৩৮ রানের ইনিংস।
এমআর/