সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হলো এশিয়া কাপের উত্তাপ। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হতে যাওয়া এবারের ওয়ানডে ফরম্যাটের আসরে দর্শকদের জন্য টিকিট ছেড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে pcb.bookme.pk ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। যদিও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের মাত্র ৪টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কাতে।
দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানে আয়োজন হতে যাচ্ছে এশিয়া কাপ। এ নিয়ে আগ্রহের কমতি নেই সমর্থকদের মাঝে। তাই সবকিছু বিবেচনায় রেখে বেশ সাশ্রয়ী রাখা হয়েছে।
প্রাথমিকভাবে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি ও প্রিমিয়াম স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এরপর পাকিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম শ্রেণি ও সাধারণ শ্রেণির টিকিটের মূল্য জানানো হবে।
পাকিস্তানের ম্যাচগুলোর টিকিটের মূল্য জানানো হলেও শ্রীলঙ্কার ম্যাচগুলোর টিকিটের মূল্য এখনও জানানো হয়নি।
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
ক্যাটাগরি |
বাংলাদেশ-আফগানিস্তান |
শ্রীলঙ্কা-আফগানিস্তান |
এ১-বি২ |
হসপিটালিটি |
৪ হাজার রুপি |
৪ হাজার রুপি |
৮ হাজার ৫০০ রুপি |
হসপিটালিটি |
৪ হাজার রুপি |
৪ হাজার রুপি |
৮ হাজার ৫০০ রুপি |
হসপিটালিটি |
৭ হাজার রুপি |
৭ হাজার রুপি |
১০ হাজার রুপি |
ভিআইপি |
২ হাজার রুপি |
২ হাজার রুপি |
৬ হাজার রুপি |
ভিআইপি |
২ হাজার রুপি |
২ হাজার রুপি |
৬ হাজার রুপি |
প্রিমিয়াম |
১ হাজার ৫০০ রুপি |
১ হাজার ৫০০ রুপি |
২ হাজার ৫০০ রুপি |
প্রিমিয়াম |
১ হাজার ৫০০ রুপি |
১ হাজার ৫০০ রুপি |
২ হাজার ৫০০ রুপি |
মুলতান ক্রিকেট স্টেডিয়াম, মুলতান
ক্যাটাগরি |
পাকিস্তান-নেপাল |
ভিআইপি |
৫ হাজার রুপি |
ভিআইপি |
৫ হাজার রুপি |
প্রিমিয়াম |
২ হাজার ৫০০ রুপি |
প্রিমিয়াম |
২ হাজার ৫০০ রুপি |
এমআর/