সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ শনিবার ছিল দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেওয়া সময়ের শেষদিন। গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের গ্যারেজে ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসানের নাম জানানোর সময় বলেন, আজ শনিবার দেওয়া হবে এশিয়া কাপের দল।
সে অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টায় ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলের লম্বা এই বহরে জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও আলোচনায় থাকা সৌম্য সরকারের।
নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখের। তবে দল ঘোষণার সময় জানানো হয়নি স্ট্যান্ডবাই তালিকায় আছেন কারা।
দল ঘোষণার পর বিসিবি বিবৃতিতে জানিয়ে দেয়, স্ট্যান্ডবাই তালিকায় আছেন তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।
তাইজুল ইসলাম শেষ কয়েকটি সিরিজে ছিলেন দলের অন্যতম খেলোয়াড়। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে নেন ৪ উইকেট। তার আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে ২ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। তাইজুলের বদলে দলে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।
এছাড়া ইমার্জিং এশিয়া কাপে পেসার তানজিম ভালো পারফর্ম করলেও সাইফ হাসান ছিলেন অনুজ্জ্বল। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন পেসার তানজিম।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
স্ট্যান্ড-বাই: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।
এমআর/