সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্পেনের এ দলে সবচেয়ে কম বয়সী সালমা পারালুয়েলোর। এই ফরোয়ার্ডের গোলেই নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় মঞ্চে পা রেখেছে স্পেনের মেয়েরা। শুক্রবার (১১ আগস্ট) ওয়েলিংটনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।
দেশটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বা ইউরোতে মেয়েদের শেষ চারে ওঠা এবারই প্রথম। এর আগে তারা বিশ্বকাপে শেষ ষোলো আর ইউরোতে শেষ আটে উঠেছিল।
ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় ছিল। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্পেনের কালদেন্তে। স্প্যানিশরা যখন জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন ইনজুরি টাইমে (৯১ মিনিট) নাটকীয়ভাবে সমতা ফেরান ফন ডার গ্রাট।
ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বদলি হিসেবে নামা পারালুয়েলো ১১১ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন। শেষ পর্যন্ত ওই গোলই স্পেনকে তুলে দিয়েছে বড় মঞ্চে।
ষষ্ঠ র্যাঙ্কিংধারী স্পেন আগামী মঙ্গলবার অকল্যান্ডে জাপান কিংবা সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে খেলবে।
আরএ