সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মঙ্গলবার জরুরী বোর্ড সভার আয়োজন করেও অধিনায়কত্ব নিয়ে যে জট লেগেছে সেটি খুলতে পারেননি বোর্ড কর্তারা। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসানের কাঁধে দায়িত্ব তুলে দিয়ে যে যার মতো হাঁফ ছেড়ে চলে যান।
এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন অনুযায়ী আর বাকি আছে দুই দিন। এরমধ্যেই অধিনায়ক নির্বাচন করে জানাতে হবে পাপনকে। সব মিলে তালগোল পাকিয়ে ফেলার মতো অবস্থা বিসিবির।
এই কদিন দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুরসিংহে ছাড়াই চলছে প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প। বুধবার চণ্ডিকা ফিরেছেন ঢাকায়। এর আগে মঙ্গলবারের সভা শেষে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দু’দিন আগে মিডিয়ায় বলেছিলেন, তিন দিনের মধ্যে অধিনায়ক এবং দল দুটিই দেওয়া হবে।
সে হিসেবে এতক্ষণে অধিনায়ক, দল দুটিই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু কোথায় আঁটকে আছে? গুঞ্জন আছে, কোচ হাথুরুসিংহের অপেক্ষায় ছিল বোর্ড। তার আসার পরই নির্বাচকদের নিয়ে বৈঠক শেষে জানানো হবে অধিনায়ক এবং এশিয়া কাপের দল।
এদিকে বিসিবি সিদ্ধান্ত নিয়েই রেখেছে সাকিব আল হাসানকে অধিনায়ক করার ব্যপারে। তবে এখানে রয়েছে যদি-কিন্তুর হিসেব। সাকিব তিন ফরম্যাটের দায়িত্ব নেবেন কী না সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।
গুঞ্জন রয়েছে সাকিব এশিয়া কাপে অধিনায়কত্ব না করার বিষয়েও। এমনও শোনা গেছে, সাকিব বেশকিছু শর্ত দিয়েছেন বোর্ডকে। তাই বিলম্ব হচ্ছে অধিনায়কের নাম ঘোষণায়। শেষ পর্যন্ত বিসিবি সব শর্ত মেনে নিলে সাকিবই হবেন এশিয়া ও বিশ্বকাপের অধিনায়ক। আর না মেনে নিলে মিরাজও হতে পারেন সাকিব-লিটনদের এশিয়া কাপের অধিনায়ক।
এমআর/