সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপ শুরু হতে বাকি আর তিন সপ্তাহ। তার আগে ১২ আগস্টের মধ্যেই জমা দিতে হবে দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেঁধে দেওয়া ডেডলাইনে সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমকে অধিনায়ক করে বৃহস্পতিবার ১৭ সদস্যের দল জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির। এছাড়াও ডাক পেয়েছেন দুই বছর আগে শেষবার ওয়ানডে খেলা অলরাউন্ডার ফাহিম আশরাফ।
তবে এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২২ থেকে ২৬ অগাস্ট শ্রীলঙ্কায় হবে ওয়ানডে সিরিজটি। শুধু এই সিরিজের জন্য দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে।
ওয়ানডে সংস্করণের হাইব্রিড মডেলে হতে যাওয়া এবারের এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ৩০ অগাস্ট মুলতানে পাকিস্তান ও নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের । ‘এ’ গ্রুপে দলটির আরেক প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এবারের আসরের ৪টি ম্যাচ হবে পাকিস্তানে ও ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড: আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যিব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান সিরিজে যোগ হবেন:
সৌদ শাকিল।
এমআর/