সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কেটে গেছে সপ্তাহখানিক। তবে তামিম দায়িত্ব ছাড়ার দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানান, ৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে নতুন অধিনায়কের নাম।
মঙ্গলবার (৮ আগস্ট) অধিনায়ক ও এশিয়া কাপের দল নিয়ে জরুরী বোর্ড সভায় বসেন কর্তারা। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে জালাল ইউনুস নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেননি। তিনি জানিয়েছেন ১২ আগস্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে কার কাধেঁ উঠছে ওয়ানডে দলের নেতৃত্ব। তবে অধিনায়ক নির্বাচন করার দায়িত্বটা পাপনের হাতেই তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালালা ইউনুস।
জালাল ইউনুস জানিয়েছেন, অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ।
'আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে ক্যাপ্টেনসি সিলেক্ট করার জন্য, ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি এখন ভেবেচিন্তে যে কয়জন সম্ভাব্য ক্যান্ডিডেট আছে ক্যাপ্টেনসির জন্য তাদের সাথে কথা বলে উনি আমাদের জানাবেন…এরপর আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দুই তিনের মধ্যে বিফোর ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে তার আগে আমরা ক্যাপ্টেন ডিসাইড করে আপনাদের জানিয়ে দিবো।'
তবে গুঞ্জন আছে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবেরর কাঁধেই উঠতে যাচ্ছে ওয়ানডে দলেরও দায়িত্বও। সাকিবকে নিয়ে গুঞ্জন থাকলেও রয়েছে যদি কিন্তুর হিসেব। শেষ পর্যন্ত সব হিসেব মিলে গেলে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। লিটন দেশে ফিরছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে। এছাড়াও অধিনায়ক নির্বাচনের পাশাপাশি ঘোষণা করা কথা রয়েছে এশিয়া কাপের স্কোয়াড। এমআর/