সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগেই। পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজন হতে যাওয়া এবারের এশিয়া কাপের ম্যাচের সময়ও জানিয়ে দিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফাইনালসহ সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। টস হবে বেলা ৩টায়।
আগামী ৩০ আগস্ট লাহোরে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। পাকিস্তান মূল আয়োজক হলেও আয়োজন করবে মাত্র ৪টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা।
গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। প্রথমটি ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে।
গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ চারটি দল উঠবে সুপার ফোরে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স-আপ যেটি হোক, সুপার ফোরে বাংলাদেশ উঠলে হবে বি২। সে অনুযায়ী সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে লাহোরে, আর প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল। পাকিস্তান উঠলে তারাই হবে এ১, ভারত উঠবে এ২ হয়ে। আর যদি নেপাল ওঠে সেটি ভিন্ন।
সুপার ফোরে উঠলেও গ্রুপ পর্বের মতো দুই ম্যাচ পড়বে শ্রীলঙ্কা আর পাকিস্তানে। প্রথমটি ৬ সেপ্টেম্বর লাহোরে, দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর কলম্বোতে।
এমআর/এইউ