সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যপারে অনেক দিন ধরেই টালবাহানা করছিল পাকিস্তান সরকার। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দুই মাস। অবশেষে পাকিস্তান সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছে।
বাবর আজমদের বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার ছাড়পত্র দিল পাকিস্তান সরকার। রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তানের মন্ত্রণালয়। অর্থাৎ বাবর আজমদের বিশ্বকাপে খেলতে ভারত যাওয়া নিয়ে আর কোনও বাঁধা রইল না।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। যেহেতু পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো অনুচিত, তাই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনও মতেই যেন আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার উপরে না পড়ে।’
নিরাপত্তা নিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আশা করি যে ভারত সফরে পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
এদিকে বিশ্বকাপের আগে ভারতে নিরাপত্তা প্রতিনিধি পাঠানোর অনুমতির জন্য অপেক্ষায় রয়েছে পাকিস্তান।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করেছিলেন। ১৪ সদস্যের কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, কাশ্মীর বিষয়ক উপদেষ্টা, প্রতিষ্ঠা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী ও উপদেষ্টারা রয়েছেন। এছাড়াও রয়েছেন সচিব, গোপন সংস্থা এবং অন্যান্য সিকিউরিটি বিভাগের প্রতিনিধিরা।
পাকিস্তানি গণমাধ্যমে আরও জানানো হয়েছে, পাকিস্তান ভারতে খেলতে কোনও আপত্তি ছিল না, তবে কমিটি আশ্বাস চায় যে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক এবং গণমাধ্যম যেন কোন সমস্যায় না পড়ে।
এমআর/