সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাঠের সাকিব মাঠের বাইরেও দেখালেন অল-রাউন্ডার নৈপুণ্য। শ্রীলঙ্কায় প্রথমবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করছেন টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসান। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বেশ ফুরফুরে রয়েছেন তিনি।
এবার দেখা গেল লঙ্কান তারকা সিঙ্গার ইয়োহানি ডি সিলভার সঙ্গে গান গাইতে। ৩০ বছর বয়সী ইয়োহানি র্যাপ গান করেন, গান লেখেন এবং ইউটিউবারও।
সিংহলিজ ভাষায় গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই ইয়োহানি চলমান লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) বেশ দারুণ কিছু ব্লগিং করছেন।
এরপর প্রথমে ইয়োহানি ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জুবান পার’ গান গান, এরপর সাকিবকেও গাইতে বলেন। সাকিব গেয়েও শোনান ঠিকঠাক মতো।
এর আগে সাকিবকে ইয়োহানি জিজ্ঞেস করেন, শ্রীলঙ্কার কোন জিনসটি সাকিবের ভালো লেগেছে। প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘যদ্দুর মনে পড়ছে, অনূর্ধ্ব–১৯ থেকে আমি শ্রীলঙ্কা সফর করছি। বাংলাদেশ দলও অন্তত দুই বছরে একবার শ্রীলঙ্কা সফর করে। সব মিলিয়ে আমি এখানে অনেকবারই এসেছি। এখানকার আতিথেয়তা। এখানকার মানুষ খুব বন্ধু সুলভ। খুব অতিথিপরায়ণ। এর চেয়ে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। শ্রীলঙ্কা খুব সুন্দর দেশ। এর সঙ্গে এখানকার মানুষের আতিথেয়তা অসাধারণ।’
প্রথমবার এলপিএলে খেলার অনুভূতির কথা জানিয়ে সাকিব বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগে এটাই আমার প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব রোমাঞ্চিত। ভালো কাটছে। দলও শীর্ষ দুইয়ের মধ্যে আছে (আসলে ১ নম্বরে)। আমরা অনেক ভালো করছি। এই ফর্মটা ধরে রাখার আশা করছি।’
এমআর/