সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি অল-রাউন্ডার রুমানা আহমেদকে। এরপর আর জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি তাকে ৩২ বছর বয়সী এই অল-রাউন্ডারকে।
তখনকার নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানান, আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা ও সালমা খাতুনকে। ঠিক কি জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল রুমানাকে সেটি এখনও অস্পষ্ট রুমানার কাছে।
অনেকটা বাধ্যতামূলক বিশ্রামে লম্বা সময় দলের বাইরে থাকার পর শনিবার রাতে তার ফেসবুক ফ্যান পেজে পোস্ট করেন, ‘নো মোর ক্রিকেট’। তার এই রহস্যময় পোস্ট অনেকটাই স্পষ্টত যে, ক্রিকেট ছাড়ার ইঙ্গিত টাইগ্রেস এই অলরাউন্ডারের। এ নিয়ে তার ঘনিষ্ঠজন দেশটিভি-কে জানিয়েছেন, ক্ষোভে ক্রিকেট ছাড়লেন রুমানা।
তবে অফিসিয়াল ঘোষণার জন্য একটু অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তার ওই ঘনিষ্ঠজন।
গত চার বছর আগে দেশের হয়ে নারী ক্রিকেটে আসে স্মরণীয় মুহূর্ত। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতে। ফাইনালে ভারতকে হারানোয় দারুণ ভূমিকা ছিল রুমানার।
২০১১ সাল থেকেই জাতীয় দলের অন্যতম সদস্য ছিলেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজের পর ঘরের মাঠে ভারত সিরিজের দলেও ডাক না পাওয়ার ক্রিকেটকে বিদায় বলার কঠিন সিদ্ধান্ত রুমানার।
দেশের হয়ে ৫০টি ওয়ানডে ৫টি হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচে করেছেন ৮৫৪ রান এবং নিয়েছেন ৭৫টি উইকেট।
এমআর/