সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পুরস্কারের পরেই জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের অবস্থান। তবে বেশকয়েক বছর এই পুরস্কার দেওয়া বন্ধ সেটি সচল করা হয়েছে গত দুই বছর আগে শেখ কামালের নামে।
এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদসহ ১০ জন ক্রীড়াবিদ।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী পুরস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।
খেলোয়াড় কোটায় তাসকিন ছাড়াও এই পুরস্কার পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। এ ছাড়া উদীয়মান খেলোয়াড় কোটায় টেবিল টেনিসের হৃদয় ও আরিফুল ইসলাম পেয়েছেন এই পুরস্কার।
আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন বর্ষীয়ান খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক। ক্রীড়া সংগঠক কোটায় হকি কোচ ফজলুর রহমান এবং নারী ফুটবলার তৈরির কারিগর, সংগঠক ও কোচ মালা রানী সরকার পেয়েছেন এই পুরস্কার।
এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সংযোজন ধারাভাষ্যকার কোটায় পুরস্কার পেয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। ক্রীড়া সাংবাদিক কোটায় পেয়েছেন ফটোগ্রাফার বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক নুরুল্লাহ।
এমআর/