সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এলপিএলে এখন পর্যন্ত ৩টি করে ম্যাচ খেলেছে পাঁচটি দলের চারটি দল। তাওহীদ হৃদয়ের জাফনা কিংস এখন পর্যন্ত ২টি ম্যাচ জিতে রয়েছে শীর্ষে। গতবারের চ্যাম্পিয়নরা বলা যায় ঠিক ভাবেই এগুচ্ছে।
অন্যদিকে সাকিব আল হাসানের দল গল টাইটান্সও ২ ম্যাচ জিতেছে তবে নেট রান রেটে পিছিয়ে থেকে অবস্থান করছে তালিকার দুই নম্বরে। ঠিক একইভাবে ব্যাটে-বলে শীর্ষে দুই টাইগার ক্রিকেটার হৃদয় ও সাকিব।
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এবারই প্রথম বিদেশি লিগে খেলতে গেছেন হৃদয়। খেলতে গিয়েই চমক জাগিয়েছেন এই ডান-হাতি ব্যাটার। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানোর পর ধারাবাহিকতা বজায় রেখেছেন। তিন ম্যাচে ৬১.০০ গড়ে (৫৪, ২৪, ৪৪*) করেছেন ১২২ রান। এতেই তিনি অবস্থান করছেন রান সংগ্রাহকের তালিকায় ১ নম্বরে।
অন্যদিকে সাকিব আল হাসান রয়েছেন উইকেট সংগ্রাহকের তালিকায় ২ নম্বরে। তালিকায় সেরা তিনে থাকা দুনিথ ওয়েল্লালাগে, সাকিব এবং ইসুরু উদানা তিন জনই ৩ ম্যাচে নিয়েছেন ৫টি করে উইকেট। তবে গড় রানে পিছিয়ে থাকায় সাকিব রয়েছেন দুইয়ে। সাকিব আল হাসানের গোটা আসরে খেলার কথা থাকলেও হৃদয়ের খেলার কথা রয়েছে ৪ থেকে ৫টি ম্যাচ। তবে তার দুর্দান্ত ব্যাটিংয়ের পর জাফনা কিংস কি ছাড়তে চাইবে হৃদয়কে!
এমআর/