সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আর কখনও সাদা পোষাকে ইংল্যান্ডের হয়ে মাঠে নামবেন না অল-রাউন্ডার মঈন আলী। গত ২০২১ সালে বিদায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন। তবে এবারের অ্যাশেজ শুরুর আগে দলের মূল স্পিনার জ্যাক লিচ চোটে পড়ায় অধিনায়ক স্টোকসের একটি বার্তা বদলে দেয় মঈন আলীর সিদ্ধান্ত।
বেন স্টোকসের অনুরোধে আবারো ফিরে আসেন মঈন। তবে অ্যাশেজ শেষ হওয়া মাত্রই তিনি জানিয়ে দেন, আর কোনও অনুরোধই রাখতে পারবেন না। এমন কী স্টোকস যদি ফেরার অনুরোধ জানিয়ে মেসেজ দেন সেটি ডিলিট করে দেবেন।
লম্বা সময় ফর ফিরেও এবারের অ্যাশেজে মঈন আলী ছিলেন দুর্দান্ত। ক্যারিয়ারের শেষ টেস্টে মঈন ব্যাট হাতে ৩৪ ও ২৯ রান করেন, বল হাতে গোটা সিরিজে নিয়েছেন ৯টি উইকেট।
২-০তে পিছিয়ে পড়ার পরও ইংল্যান্ড শেষ পর্যন্ত সিরিজ ড্র করতে পারার পেছনে উল্লেখযোগ্য অবদান ছিল মঈনের। তাই তো তাকে চাইতেই পারেন দলের কোচ কিংবা অধিনায়ক।
আসছে ভারত সিরিজ। তাই শেষ টেস্ট চলাকালীন দ্বিতীয় দিন মঈনের কাছে ভারত সফরে তার ভাবনা জানতে চান দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
কিন্তু অ্যাশেজে ফেরার আগেই মঈন আলী কোচ ও অধিনায়ককে জানিয়ে রাখেন, তিনি শুধু এই অ্যাশেজের জন্যই ফিরবেন। ভারত সিরিজের ভাবনা জানতে চাইলে মঈন কোচকে সেটিই মনে করিয়ে দেন।
এ নিয়ে মঈন বলেন, কোচ ও অধিনায়ক শুরু থেকেই জানত অ্যাশেজ সিরিজই আমার শেষ। ওভাল টেস্টের দ্বিতীয় দিনে যখন আমি বাইরে ছিলাম, তখন কোচ (ম্যাককালাম) আমাকে আরেকবার জিজ্ঞেস করেছিল। আমি বলেছি ‘না’ , ভারতে যাব না। আমার এখানেই শেষ। এভাবে শেষ করতে পারা এবং এমনকি একটি অসাধারণ দিনের অংশ হতে পারা দারুণ।
৬৮ টেস্টের ক্যারিয়ারে ৫ সেঞ্চুরিতে ৩ হাজার ৯৪ রান ও ৫ বার ইনিংসে ৫ উইকেটসহ মোট ২০৪ উইকেট নিয়েছেন মঈন আলী।
এমআর/