সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এবার ওয়ান-ডাউনে ব্যাট করতে নেমেও ধারাবাহিকতা দেখিয়েছেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসের হয়ে প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানো হৃদয় এদিন ডাম্বুলা আউরার বিপক্ষে করেন ২টি চারে ২০ বলে ২৪ রান।
প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান তোলে জাফনা। জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় পায় ডাম্বুলা।
দিনের অপর ম্যাচে সাকিব আল হাসানের দল গল টাইটান্স মুখোমুখি হয় বি লাভ ক্যান্ডির। আগের দিন প্রথম ম্যাচেও ব্যাটে-বলে দারুণ ছাপ রেখেছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচেও ছিলেন উজ্জ্বল।
প্রথমবার শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসান।
ক্যান্ডির বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলে গল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে টিম সেইফার্টের সঙ্গে জুটি গড়েন সাকিব। চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলা সাকিবের ব্যাটে আসে ২১ বলে ২ ছক্কায় ৩০ রান।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাকিব ছিলেন দুর্দান্ত। গলের দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ৯৭ রানেই সব উইকেট হারিয়ে ফেলে ক্যান্ডি। সাকিব বল হাতে ৩ ওভারে ১০ রানের খরচে নেন ২ উইকেট।
সাকিব বোলিংয়ে আসেন নবম ওভারে। ওভারের প্রথম বলেই পেয়ে যান উইকেট। আসিফ আলীকে ক্যাচ দেন লং অফে থাকা ধানাঞ্জায়ার কাছে। প্রথম ওভারে ২ রান দিয়ে নেন ১ উইকেট।
দ্বিতীয় ওভারও ছিল আরও আঁটসাঁট। তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় তুলে নেন দ্বিতীয় উইকেট। আমীর জামালকে ফেরান বোল্ড করে। ওই ওভারেও সাকিবের খরচ ৪ রান। সব মিলিয়ে ৩ ওভারে ১০ রান দিয়ে সাকিব পান ২ উইকেট। ১৮ বলের ১০টিই ডট করেছিলেন এই বাঁহাতি স্পিনার।
এমআর/